মেঘ-রোদের লুকোচুরি। তার মাঝেই চলছে এক মহাজাগতিক খেলা। চাকতি-চাকতি মিলে যাওয়ার ম্যাজিক।
বছরের প্রথম সূর্যগ্রহণ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন আমেরিকা, কানাডা, রাশিয়া-গ্রিনল্যান্ডের মানুষরা।
ভারতীয় সময় বেলা ১টা ৪২ মিনিটে শুরু হয়েছে গ্রহণ। শেষ হবে সন্ধে ৬টা ৪১ মিনিটে। এ বারের গ্রহণকে বলা হচ্ছে রিং অফ ফায়ার (Ring Of Fire).
ম্যানহাটনের হাইরাইজের মাঝে প্রকৃতি আপন খেয়ালে চলছে। সূর্যগ্রহণ দেখার জন্য বহু মানুষ ক্যামেরা-দূরবীন নিয়ে অপেক্ষায় ছিলেন।
অনেকেই বিশেষ চশমা পরে সূর্যগ্রহণের দৃশ্য উপভোগ করেছেন।
তবে বেশিরভাগ মানুষই বাড়ির বাগান বা ছাদ থেকেই এই দৃশ্য দেখেছেন। করোনা মহামারীর জন্য সোশাল দূরত্ব বজায় রেখেছিলেন তাঁরা।
আমেরিকার স্পেস রিসার্চ সেন্টার নাসা-ও মহাকাশ থেকে গ্রহণের ছবি পাঠিয়েছে।
লাইভ স্ট্রিমেও সূর্যগ্রহণ সরাসরি দেখা যাচ্ছে।