Advertisement

স্পেশাল

Sonagachi: সোনাগাছিতে দুর্গাপুজোয় এবার এলাহি আয়োজন, এছাড়াও পারিশ্রমিক সহ কিছু সিক্রেট তথ্যও

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • Updated 4:23 PM IST
  • 1/12

এবারের দুর্গাপুজোয় সোনাগাছির যৌনপল্লিতে কার্যত এলাহি আয়োজন। চমকে দেওয়া থিমের পুজোয় যখন কলকাতা ও জেলাগুলি একে অপরকে টেক্কা দিচ্ছে, তখন সোনাগাছির দুর্গাপুজোয় অভিনব ব্যাপার। নাচ, গান অনুষ্ঠানে জমজমাট ব্যাপার হতে চলেছে সোনাগাছির যৌনপল্লির পুজোয়।
 

  • 2/12

এশিয়ার বৃহত্তম যৌনপল্লি কলকাতার সোনাগাছি। একদশকেরও বেশি সময় ধরে সোনাগাছির যৌনকর্মীরা দুর্গাপুজোর আয়োজন করে আসছেন। এই বছর যৌনকর্মীদের সন্তানরা পুজোর মূল উদ্যোক্তা। 
 

  • 3/12

সোনাগাছির শীতলা মন্দিরের কাছেই এ বছর দুর্গাপুজো হবে। আগামী ২২ সেপ্টেম্বর উদ্বোধনে এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। 

  • 4/12

উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ, মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক দেবাশিস কুমার সহ সিনেমা জগতের মহারথীরা।
 

  • 5/12

পুজোতে থাকছে না কোনও মাটির প্রতিমা। পরিবর্তে জীবন্ত দুর্গা, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশদের দেখা যাবে । 
 

  • 6/12

যাঁরা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, অসুর সাজবেন, তাঁরা এই মুহূর্তে দিনরাত এক করে প্র্যাক্টিস  করে চলেছেন । নাচ, গান, অভিনয়েরও নানা অনুষ্ঠান থাকবে। 
 

  • 7/12

সোনাগাছি বহু প্রাচীন একটি যৌনপল্লি। এই যৌনপল্লি আরও কিছু অজানা তথ্য নিয়ে একটু আলোচনা করা যাক। এই যৌনপল্লি নিয়ে  ১৮৮০ সালে নাটক লেখা হয়েছিল, নাম ‘বেশ্যালীলা’। 
 

  • 8/12

সোনাগাছির যৌনকর্মীদের একটা বড় অংশ জুড়ে রয়েছে বাংলাদেশ ও নেপালের মহিলারা। এই যৌনপল্লিতে প্রায় ১০ হাজার যৌনকর্মী বসবাস করেন।  
 

  • 9/12

সোনাগাছিতে এক রাত্রের জন্য ৩০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে খদ্দেরদের। পারিশ্রমিকের এত বৈচিত্র্য ভারতের আর কোনও ‘নিষিদ্ধ পল্লি’তে বিরল।
 

  • 10/12

১৯ ও ২০ শতক থেকেই সোনাগাছি কলকাতার একটি যৌনপল্লি হিসেবে পরিচিতি লাভ করে। এই সময়কালে এটি এশিয়ার বৃহত্তম যৌনপল্লি হিসাবে পরিচিতি লাভ করে। 
 

  • 11/12

বর্তমানে, সোনাগাছি প্রকল্পটি একটি যৌনকর্মীদের সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়। এই সমিতি যৌনকর্মীদের কন্ডোম ব্যবহার নিশ্চিত করতে এবং তাদের অধিকার রক্ষা করতে কাজ করে। 

  • 12/12

করোনাকালে সোনাগাছির যৌনকর্মীরা খুব কড়া ভাবে সব নিয়ম মেনে ছিলেন। 

Advertisement
Advertisement