নববর্ষে রসনাতৃপ্তি এখন আরও সহজ। পয়লা বৈশাখ উপলক্ষে ভোজনরসিকদের জন্য দেদার খাওয়ারের আয়োজন হয়েছে। ১৪ ও ১৫ এপ্রিল ১৩০ টাকা থেকে ৫০০ টাকায় যাবতীয় পদ বাড়ির সামনে হাজির হয়ে যাবে।
ইলিশ ভাপা, খাসির মাংস, উচ্ছেপোস্ত, টক ডাল, বিরিয়ানির মতো জিভে জল আনা একাধিক পদের হোম ডেলিভারি দেবে ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBCADC)।
নববর্ষ উপলক্ষে বাঙালি ভোজনরসিকদের জন্য লোভনীয় হোম ডেলিভারির ব্যবস্থা চালু করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। লাঞ্চের থালি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা আর ডিনারের মেনুর জন্য খরচ পড়বে ১৩০ টাকা থেকে ১৭৫ টাকা পর্যন্ত।
রাজ্য পঞ্চায়েত দফতরের অধীনস্থ সুংসহত এলাকা উন্নয়ন পর্ষদ (WBCADC) দুপুর বেলার মেনুতে রয়েছে দেরহাদুন চালের ভাত, টক ডাল, পোস্ত দিয়ে আলু উচ্ছে ভাজা, ইলিশ ভাপা, দেশী মুরগির কষা মাংস, চাটনি, পাপড়, ২টো মিষ্টি আর পান। এই মেনুর মূল পদে ইলিশ ভাপার পরিবর্তে কেউ চাইলে ঝাড়গ্রাম মাটন কষাও অর্ডার করতে পারেন।
মাটন কষার থালিতে দেশী মুরগির কষা মাংসের বদলে পাবেন দই কাতলা। বাকি পদগুলি একই থাকবে। আর কেউ যদি ঝাড়গ্রাম মাটন কষা আর ইলিশ ভাপা— দুটোই থালিতে চান, সেক্ষেত্রে মোট খরচ পড়বে ৭০০ টাকা। অর্থাৎ, ২০০ টাকা বেশি। ডিনারের মেনুতে রয়েছে চিকেন/ মাটন বিরিয়ানি।
আগামিকাল, ১৪ এপ্রিলের জন্য দুপুরের খাবার অর্ডার করতে হবে আজ রাত ৮টার মধ্যে। একই ভাবে ১৫ এপ্রিলের জন্য দুপুরের খাবার অর্ডার করতে হবে ১৪ এপ্রিল রাত ৮টার মধ্যে। তবে ডিনারের অর্ডার যে দিন চাই সে দিন সকাল ১০টার মধ্যে করে দেওয়া যাবে।
ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBCADC) জানিয়েছে, দুপুর ২টোর মধ্যে লাঞ্চ অর্ডারে উল্লেখিত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, ডিনারের খাবার পৌঁছাবে রাত ৮টার মধ্যে।
৮১৭০৮৮৭৭৯৪/ ৯৭৩৫৯২৯৪১৩/ ৭৯৮০৭৪৫২০২/ ৬২৯০২২৫৮৫৯/ ৯১৬৩১২৩৫৫৬ নম্বরগুলির যে কোনও একটিতে ঠিকানা সহ হোয়াটস অ্যাপ করে দিলেই চাহিদা মতো খাবার পৌঁছে যাবে।