Advertisement

E-cigarette in Parliament: সংসদে বসে ই-সিগারেট খাওয়ার অভিযোগ, ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন এই TMC সাংসদ

বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ‘বাংলা ডট আজতক ডট ইন’-কে ফোনে বলেন, 'কেউ অভিযোগ করলেই সেটা সত্যি হয়ে যায় না। কেউ ধূমপান করেননি। কাউকে যদি ধর্ষক বলা হয়, সেটা প্রমাণ হয়ে যায়? তৃণমূলকে অপমান করতে এসব মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে।'

সংসদে ই-সিগারেট খাওয়ার অভিযোগ।-ফাইল ছবিসংসদে ই-সিগারেট খাওয়ার অভিযোগ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2025,
  • अपडेटेड 7:07 PM IST
  • লোকসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের এক সাংসদের বিরুদ্ধে নিষিদ্ধ ই-সিগারেট খাওয়ার অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর।
  • নিজের আসন থেকে উঠে স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'দেশজুড়ে ই-সিগারেট নিষিদ্ধ।

লোকসভা অধিবেশন চলাকালীন তৃণমূলের এক সাংসদের বিরুদ্ধে নিষিদ্ধ ই-সিগারেট খাওয়ার অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন হিমাচল প্রদেশের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। নিজের আসন থেকে উঠে স্পিকার ওম বিড়লার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'দেশজুড়ে ই-সিগারেট নিষিদ্ধ। তা হলে সংসদে কি এর অনুমতি দেওয়া হয়েছে?' স্পিকার স্পষ্ট জানান, সংসদে এমন কোনও অনুমতি দেওয়া হয়নি।

এরপরই অনুরাগ দাবি করেন, তৃণমূলের এক সাংসদ নাকি নিয়মিতই সংসদে ই-সিগারেট খান, ঘটনা বেশ কয়েক দিন ধরেই চলছে। তিনি স্পিকারকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয়। বিষয়টিতে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ‘বাংলা ডট আজতক ডট ইন’-কে ফোনে বলেন, 'কেউ অভিযোগ করলেই সেটা সত্যি হয়ে যায় না। কেউ ধূমপান করেননি। কাউকে যদি ধর্ষক বলা হয়, সেটা প্রমাণ হয়ে যায়? তৃণমূলকে অপমান করতে এসব মিথ্যে অভিযোগ ছড়ানো হচ্ছে।'

বিষয়টিতে সৌগত রায়ের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি বৃহস্পতিবার উপস্থিত ছিলেন সংসদে। তিনি বলেন, 'হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে। তবে ওই সিগারেট কে খাচ্ছিল, সেটা এখনই বলা যাবে না।'

উল্লেখযোগ্য বিষয় হল, স্পিকারও কোনও সাংসদের নাম প্রকাশ করেননি। সূত্রের খবর, তবুও এই বিতর্ক তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। কারণ, গত কয়েক দিন ধরেই ওই সাংসদ লোকসভায় ই-সিগারেট ব্যবহার করছিলেন বলে অনেকেই নাকি নিজের চোখে দেখেছেন। তাঁরা বেশ কয়েকবার সতর্ক করলেও তিনি শোনেননি। জানা গেছে, কিছু দিন আগে এক মহিলা সাংসদও তাঁকে স্পষ্টভাবে নিষেধ করেছিলেন, কিন্তু কোনও ফল হয়নি।

 

Read more!
Advertisement
Advertisement