Poila Baisakh New Clothes: বৈশাখের আজ প্রথম দিন (Poila Baisakh)। বাংলা ও বাঙালির অন্যতম প্রাণের উৎসব বাংলা নববর্ষ (Bangla New Year)। মিষ্টিমুখ, ভুরিভোজ ও নতুন বস্ত্র পরিধান করে এই পূণ্যদিনটিকে স্বাগত জানানো হয়। অনেক জায়গায় এই দিনটিতে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। নাচ, গান, আবৃত্তি, নাটক ও রবীন্দ্রনাথে জুড়ে থাকে বাংলার নববর্ষ। এই দিনটিতে ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার শ্রীবৃদ্ধির জন্য সিদ্ধিদাতা গণেশ ও লক্ষ্মীদেবীর পুজো করেন। দোকানে দোকানে হয় হালখাতা। নতুন খাতায় মঙ্গলচিহ্ন স্বস্তিক আঁকা হয়। এখন প্রশ্ন হল পয়লা বৈশাখ নতুন বস্ত্র কেন পরা হয়? এটি কি বাধ্যতামূলক?
চৈত্র পড়তেই দোকানে দোকানে শুরু হয়ে যায় চৈত্র সেল। দুর্গাপুজোর মতো চৈত্র সেলেও ব্যাপক কেনাকাটা হয়। গোটা চৈত্র জুড়ে আকর্ষণীয় ছাড় মেলে দোকানে দোকানে। বাংলা বছর শেষে ভিড় ঠেলে ঘেমে নেয়ে কেনাকাটার আনন্দ উপভোগ করে আসছেন বাঙালিরা। বলা হয় চৈত্র মাস মল মাস। তাই এই সময় কোনও শুভ কাজ হয় না। তাই নতুন বস্ত্র কিনলে তা চৈত্রতে পরিধান করেন না অনেকেই। বছরের শুরুতে পয়লা বৈশাখের শুভ দিনে নতুন বস্ত্র ভাঙেন।
পয়লা বৈশাখে কি নতুন বস্ত্র পরতেই হয়? কেন এই প্রচলন?
না, পয়লা বৈশাখে নতুন বস্ত্র পরতেই হবে এমন কোনও নিয়ম নেই। এটি লোকউৎসব। তবে বছরের প্রথম দিন হওয়ায় দিনটিকে শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়। এর ধার্মিক দিক হল, এইদিনে সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে প্রবেশ করে। তাই পয়লা বৈশাখ দিনটি খুব শুভ হয়। সে কারণে এই দিনটিতে শুদ্ধ বস্ত্র পরিধান করতে বলা হয়। যেহেতু নতুন বছর, তাই নতুন বস্ত্র পরার প্রচলন বহুদিন ধরে চলে আসছে। এছাড়াও, দিনটিকে উৎসব মুখর করে তুলতে, নতুন বস্ত্র পরা-উপহার দেওয়া হয়। এই সময় গ্রীষ্মের দাবদাহের কারণে মূলত একটু হালকা সুতির বস্ত্র পরার চল রয়েছে। এছাড়াও ,ভালো খাওয়া-দাওয়া,মাছ, মাংস, মিষ্টিমুখ ইত্যাদি করা হয়। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের বাড়ি বেড়াতে যাওয়া। বড়দের প্রণাম জানানো, শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে। বছর পয়লার এই দিনটিতে উৎসবে মেতে ওঠে সকলেই। যে কোনও শুভ কাজ করে জন্য এই দিনটিকে শুভ বলা হয়।
তবে, সময় বদলেছে। তাল কেটেছে বঙ্গ সংস্কৃতিরও। বাঙালিরা এখন বাংলা নববর্ষের থেকে বেশি নিউ ইয়ারে উৎসাহী। পার্টি, খাওয়া দাওয়া, পিকনিকে মাতে বেশি মানুষ। তবে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে বাড়ি বাড়িতে এই উৎসবটি উদযাপিত হয়। সেখানে 'পহেলা বৈশাখ' জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বৈশাখী মেলার আয়োজন হয়। পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের ভর্তা এবং কাঁচা লঙ্কা খাবার চল আছে।