Advertisement

Dilip Ghosh Marriage: ৬১, ৭৭, ৬৬... বিয়ের আবার বয়স হয় নাকি! গত কয়েক বছরে যাঁরা প্রমাণ করলেন

দিলীপের মতোই বেশি বয়সে বিয়ে গত কয়েক বছরে বঙ্গে একাধিক দেখা গেল। এমন কয়েকজন সেলেব্রিটি বৃদ্ধ বয়সে বিয়ে করলেন, যা রীতিমতো চমকে দেওয়ার মতোই। যেমন প্রাক্তন ক্রিকেটার অরুণলাল।

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়েদিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 11:24 AM IST
  • বৃদ্ধ বয়সে বিয়ে করেছেন অরুণ লাল
  • কলকাতার এক পাঁচতারা হোটেলে হয় এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান
  • ৭৭ বছর বয়সে লক্ষ্মণ শেঠের বিয়ে

চমকে দেওয়া খবরটি এল লক্ষ্মীবারেই। দিলীপ ঘোষের বিয়ে। ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন, নিউটাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে প্রাক্তন বিজেপি রাজ্যসভাপতির বিয়ে হচ্ছে। আজ অর্থাত্‍ শুক্রবারই দিলীপের নিউটাউনের বাড়িতে একেবারে ঘরোয়া ভাবে রেজিস্ট্রি হচ্ছে দিলীপ ও রিঙ্কুর।  বিজেপি-র মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত এক হচ্ছে তাঁর। ৬১ বছর বয়সে বিয়ে করছেন দিলীপ। পাত্রী রিঙ্কুর বয়স ৪৭ বছর। তিনি বিবাহবিচ্ছিন্না, এক ছেলে রয়েছেন। তাঁর বয়স ২৫ বছর। ছেলের অনুমতি নিয়েই বিয়ে করছেন রিঙ্কু।

দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ে

বৃদ্ধ বয়সে বিয়ে করেছেন অরুণ লাল

দিলীপের মতোই বেশি বয়সে বিয়ে গত কয়েক বছরে বঙ্গে একাধিক দেখা গেল। এমন কয়েকজন সেলেব্রিটি বৃদ্ধ বয়সে বিয়ে করলেন, যা রীতিমতো চমকে দেওয়ার মতোই। যেমন প্রাক্তন ক্রিকেটার অরুণলাল। বাংলার ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ, প্রাক্তন ক্রিকেটার ও কোচ অরুণ লাল নতুন করে জীবনের ইনিংস শুরু করেছেন। ২০২২ সালের মে মাসে তিনি সাত পাকে বাঁধা পড়েন দীর্ঘদিনের সঙ্গী বুলবুলের সঙ্গে। এই বিয়ে শুধু একজোড়া মানুষের মিলন নয়, বরং সাহস, দায়বদ্ধতা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।

অরুণ লাল ও বুলবুলের বিয়ে

কলকাতার এক পাঁচতারা হোটেলে হয় এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান

৬৬ বছরের অরুণ লালের এই বিয়ে প্রথমে অনেকের কাছে চমক লাগলেও, পরবর্তীতে তা সকলের কাছে এক হৃদয়গ্রাহী ঘটনা হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠার পর, জীবনে আবার নতুন করে বাঁচার আনন্দ খুঁজে পান তিনি। এই বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। কলকাতার এক পাঁচতারা হোটেলে হয় এই অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান। লাল পাঞ্জাবি ও ধুতি পরে বিয়ের আসরে হাজির হন অরুণ লাল, আর বুলবুল পরেছিলেন লাল বেনারসী।  

অরুণ লাল ও বুলবুলের বিয়ের রিসেপশন

৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ আশিস বিদ্যার্থী

প্রখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী ২০২৩ সালের ২৫ মে ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া গুয়াহাটির বাসিন্দা এবং কলকাতার একটি অভিজাত ফ্যাশন স্টোরের উদ্যোক্তা। ​এই বিয়ে কলকাতার একটি ক্লাবে ঘনিষ্ঠ পরিসরে রেজিস্ট্রি করে সম্পন্ন হয় । আশিস ও রূপালি ঐতিহ্যবাহী পোশাকে বিয়ের আসরে হাজির হন।​ আশিস বিদ্যর্থীর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাজোশি বিদ্যার্থী। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর, আশিস বলেন, 'এই বয়সে রূপালির সঙ্গে বিয়ে করা একটি অসাধারণ অনুভূতি।'​

Advertisement
আশিস বিদ্যার্থী ও রূপালির বিয়ে

৭৭ বছর বয়সে লক্ষ্মণ শেঠের বিয়ে

২০২৩ সালে ৭৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছেন হলদিয়ার প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। কলকাতার এক পাঁচতারা হোটেলে রেজিস্ট্রি করে বিয়ে করেন তিনি। পাত্রীর নাম মানসী দে, বয়স ৪২ বছর। তিনি একটি বেসরকারি সংস্থার পদস্থ আধিকারিক এবং কংগ্রেস কর্মী। বিয়ের পর তিনি বলেন, 'আমার একজন সর্বক্ষণের প্রিয় মানুষকে দরকার ছিল। কাছের মানুষকে পাশে রাখতে এই সিদ্ধান্ত। যাকে বিয়ে করেছি তিনি সুশিক্ষিতা, কোনও রাজনীতি করেননি। তবে তিনি রাজনীতি সচেতন। এমন একটা মানুষকে দরকার যাঁর সঙ্গে দিন শেষে গল্প করা যায়।'​ 

লক্ষ্মণ শেঠের বিয়ে

দ্বিতীয় বিয়ে সেরেছেন স্নেহাশিসও

বাংলার প্রাক্তন ক্রিকেটার ও CAB প্রেসিডেন্ট ৫৯ বছর বয়সী স্নেহাশিস গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার বিয়ে করেছেন ২০২৪ সালে। ঘরোয়া, নিরিবিলি পরিবেশে সম্পন্ন হল এই শুভ বিবাহ। পাত্রী পেশায় কর্পোরেট কর্মী, দীর্ঘদিন ধরেই স্নেহাশিসের সঙ্গে পরিচয় ছিল তাঁর। পারিবারিক সম্মতিতেই এই সম্পর্ককে বিয়েতে পরিণত করেন তাঁরা। স্নেহাশিসের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর আগেই। 

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিয়ে

বিয়ের অনুষ্ঠান হয়েছিল একেবারে ঘনিষ্ঠদের নিয়ে। ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়, স্ত্রী ডোনা, তাঁদের কন্যা সানা-সহ কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু উপস্থিত ছিলেন। 

Read more!
Advertisement
Advertisement