Advertisement

Firhad Hakim On Pahalgam Terrorist Attack: 'হিন্দু-মুসলিম নয়, ভারতীয়দের মারা হয়েছে,' ফিরহাদের মুখে  এবার 'সম্প্রীতি'

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। বুধবার বেহালার এক নিহতের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নিহত সমীর গুহর বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পাশে থাকার আশ্বাস দেন। 

ফিরহাদ হাকিম।-ফাইল ছবিফিরহাদ হাকিম।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Apr 2025,
  • अपडेटेड 1:49 PM IST
  • কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন।
  • বুধবার বেহালার এক নিহতের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার নৃশংস সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। বুধবার বেহালার এক নিহতের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নিহত সমীর গুহর বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পাশে থাকার আশ্বাস দেন। 

এদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'নিরীহ মানুষকে হত্যা করা কাপুরুষদের কাজ। যাদের অপদার্থতার কারণে এ ঘটনা ঘটেছে, তাঁদেরও আমি ধিক্কার জানাই। এখানে হিন্দু-মুসলিমের কোনও বিষয় নেই—এখানে ভারতীয় শহিদ হয়েছে। সন্ত্রাসের কোনও ধর্ম নেই, ধর্ম মানুষকে হত্যা করতে শেখায় না।'

ফিরহাদ আরও বলেন, 'আমরা ভেবেছিলাম, ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মীর বদলে গেছে, কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা থাকবে। কিন্তু সেখানে সেনা-জওয়ান ছিল না। আর্মি কোথায় ছিল? গোয়েন্দারা কোথায় ছিলেন? এই অপদার্থতা কেন?'

এর আগে ফিরহাদ হাকিমের 'দাওয়াত' মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। ফিরহাদ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। তিনি বলেন, 'যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন এবং তাদের ইসলামে আনলে আল্লাহ তায়ালাকে খুশি করা হবে।' এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সূত্রপাত করে। কিন্তু এদিন তিনি বললেন, 'সন্ত্রাসের কোনও ধর্ম নেই, আপনারা ওসবে পা দেবেন না।' 

 

Read more!
Advertisement
Advertisement