দেশের মানুষের হাতের নাগালে এসে গিয়েছে ইলিশ। এখন বিদেশে রফতানি করা হবে এই রূপোলি ফসল। ইলিশ রফতানি নিয়ে এমনই সুখবর দিল বাংলাদেশ সরকার। তবে ইউরোপ বা অন্য দেশে কত পরিমাণ যাবে, আর ভারতে কত পরিমাণ আসবে তা এখনও কোনও ঘোষণা করেনি সরকার। তবে বাংলাদেশের পর ভারতই সবচেয়ে বেশি ইলিশ উপভোক্তা দেশ। তাই আশা করা হচ্ছে, ইলিশ দেওয়া হবে এ দেশকেও।