Advertisement

International Mother Language Day 2023: অমর একুশে প্রিয়জনকে শেয়ার করুন এই শুভেচ্ছা বার্তাগুলি

International Mother Language Day 2023 Wishes: বাংলাদেশের মাটিতে ১৯৫২-র ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্যে জীবন বলিদান দেন সালাম-বরকতেরা। বাংলা ভাষা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার মধ্যে দিয়েই আন্দোলনের সূত্রপাত। ১৯৪৮-এর ২১ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাহ এ কথা ঘোষণা করার পরই বিদ্রোহের আগুন জ্বলে ওঠে।

আন্তর্জাতিক ভাষা দিবস ২০২৩-এর শুভেচ্ছাবার্তা আন্তর্জাতিক ভাষা দিবস ২০২৩-এর শুভেচ্ছাবার্তা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Feb 2023,
  • अपडेटेड 10:45 AM IST

International Mother Language Day 2023 Wishes: বাংলাদেশের মাটিতে ১৯৫২-র ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্যে জীবন বলিদান দেন সালাম-বরকতেরা। বাংলা ভাষা কেড়ে নিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণার মধ্যে দিয়েই আন্দোলনের সূত্রপাত। ১৯৪৮-এর ২১ মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাহ এ কথা ঘোষণা করার পরই বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। এর চার বছর পর ১৯৫২-র ২৭ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানের এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের ভাষণে ফের উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন। এর প্রতিবাদে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। শুরু হয় প্রতিবাদ সভা, ছাত্র ধর্মঘট পালন। 

এরপর ২১ ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয়।  সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে সভা করে ১৪৪ ধারা ভঙ্গ করে। অস্ত্রধারী পুলিশ, কাঁদানে গ্যাসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল চত্বর অশান্ত হয়ে পড়ে। পুলিশ এসে ছাত্রাবাসে গুলিবর্ষণ শুরু করে। প্রাণ হারান আব্দুল জব্বার, রফিক উদ্দিন, আব্দুস সালাম, আবুল বরকত সহ আরও অনেকে। বাংলা ভাষাকে বাঁচাতে রক্তক্ষয়ী এই আন্দোলনের দিনটি আজও শহিদ দিবস হিসাবে উদযাপিত হয়।

পরে রাষ্ট্রসংঘও ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) হিসেবে ঘোষণা করে। একুশে ফেব্রুয়ারি সারাবিশ্বে বাংলা ভাষাভাষীদের জন্য একটি গৌরবময় দিন। এই দিন আপনি আপনার প্রিয়জন, আত্মীয় ও বন্ধুদের বাংলায় শুভেচ্ছা পাঠাতে পারেন। অমর একুশে (Ekushe February) উপলক্ষে  এসএমএস, ফেসবুক, হোয়াটসঅ্যাপে এই শুভেচ্ছাবার্তাগুলি আপনি পাঠাতে পারেন। 

আরও পড়ুন

একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা বার্তা ও স্টেটাস (International Mother Language Day 2023 Wishes)

১.'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি...?'

২. মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! 

৩. স্মরণে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৪. এসো প্রাণের ভাষায় কথা বলি প্রাণ খুলে! 

৫. একুশ আমার গর্ব, একুশ আমার অহঙ্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

Advertisement

৬.“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" – মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৭. যে ভাষার ভালোবাসায় বুকের তাজা রক্তের দাগ লেগে আছে। সেই ভাষাকে সম্মান করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৮. বাংলায় কথা বলি, বাংলাকে সমৃদ্ধ করি। সকলকে জানাই মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

৯. "বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ"

১০. রফিক, সালাম, বরকত, আরও হাজার বীর সন্তান, করল ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রাণ। যাদের রক্তে রাঙানো একুশে ওরা যে অম্লান, ধন্য আমার মাতৃভাষা ধন্য তাঁদের প্রাণ।

(ছবি সৌজন্য: Getty Images)

Read more!
Advertisement
Advertisement