Cheapest Mutton Biryani Combo in Kolkata: বিরিয়ানি মানেই জিভে জল-মুখে হাসি। বিরিয়ানি মানেই এক প্লেট ভাললাগা! প্রায় এক দশক দেশজুড়ে হু হু করে বেড়েছে বিরিয়ানির জনপ্রিয়তা। একাধিক অনলাইন ফুড ডেলিভারি সংস্থার সমীক্ষা জানাচ্ছে, বিরিয়ানিই হল এই দশকের সবচেয়ে জনপ্রিয় খাবার।
বিয়েবাড়ি হোক বা জন্মদিনের পার্টি, সবেতেই জায়গা করে নিয়েছে বিরিয়ানি। হঠাৎ বাড়িতে অতিথি এলেও টুকটাক প্লেট আর পেট ভরাতে ভোজনরসিকদের ভরসা বিরিয়ানিতেই। কারণ, ভাত-মাংস-ডিম-আলু সব মিলিয়ে এক পদেই কেল্লা ফতে!
বিরিয়ানির খোঁজে যাঁরা প্রায়ই অনলাইন থেকে অফলাইন অনবরত ‘তল্লাসি’ চালান, আজ এমন একটি বিরিয়ানির ঠেকের সন্ধান দেওয়া হবে যেখানে মাত্র ১৪৯ টাকায় মাটন বিরিয়ানি কম্বো পাওয়া যায়। মোট পাঁচ পদ পেয়ে যাবেন দেড়শো টাকারও কমে।
প্রায় ‘জলের দরে’ ‘জশন-এ-বিরিয়ানি’ থালি নিয়ে তৈরি দক্ষিণ কলকাতার লেক মার্কেট এলাকার রেস্তোরাঁ টেস্ট রাইড (Taste Ride)। এখানে মাত্র ১৪৯ টাকায় মাটন বিরিয়ানি কম্বোয় পাবেন ২ পিস মাটন, ২ পিস আলু আর ১টা সেদ্ধ ডিম দিয়ে বিরিয়ানি। এর সঙ্গেই পাবেন দুই রকমের কাবাব আর ২ পিস গুলাবজামুন।
কোনও বিশেষ অফারে নয়, এখানে এটাই একটা স্পেশাল থালি। মার্কেট এলাকার এই রেস্তোরাঁর ‘জশন-এ-বিরিয়ানি’ থালি যে কোনও বিরিয়ানি লাভারদের জন্য সস্তায় পুষ্টিকর খাবারের ঠিকানা। বন্ধু-বান্ধব নিয়ে মুখরোচক আড্ডার জন্যেও এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে। তাই সুযোগ হলেই একবার ঢুঁ মেরে আসতে পারেন এই রেস্তোরাঁয়।