মধ্যযুগে কিমিয়াগররা সীসা থেকে সোনা তৈরির স্বপ্ন দেখতেন। এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ইউরোপের CERN গবেষণা কেন্দ্রের লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC)-এ বিজ্ঞানীরা এমন এক পরীক্ষা করেছেন, যেখানে সীসার সঙ্গে পরমাণুকে সংঘর্ষ করিয়ে তাকে সোনায় রূপান্তরিত করা হয়েছে।
২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে চালানো এই পরীক্ষায় বিজ্ঞানীরা দুটি সীসার পরমাণুকে প্রায় আলোর গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খাইয়েছেন। এই ধাক্কার ফলে পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রোটন বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রোটন সংখ্যা ৮২ থেকে কমে ৭৯ হয়ে যায়—এটি সোনার পরমাণুর বৈশিষ্ট্য।
এই রূপান্তরে যে সোনা তৈরি হয়েছে, তা পরিমাণে ছিল খুবই সামান্য—প্রায় ৮৬ বিলিয়ন নিউক্লিয়াস, যা এক গ্রাম সোনার প্রায় ২৯ ট্রিলিয়ন ভাগের এক ভাগ। এছাড়াও এই সোনা এক সেকেন্ডেরও কম সময়ের জন্য স্থায়ী ছিল এবং সঙ্গে সঙ্গেই ভেঙে যায়।
এই গবেষণায় ALICE (A Large Ion Collider Experiment) নামক একটি বিশেষ ডিটেক্টর ব্যবহার করা হয়েছে, যেটি পারমাণবিক সংঘর্ষে উৎপন্ন কণাগুলিকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। এই গবেষণা আধুনিক পদার্থবিজ্ঞানের একটি বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে এবং বৈজ্ঞানিক মহলে ইতিমধ্যেই এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।