Advertisement

Chandra Grahan 2025: বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু, ১২২ বছর পর দুর্লভ সংযোগ

Lunar Eclipse 2025: আকাশে দেখা যাচ্ছে রক্তবর্ণ চাঁদ। বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী দেশবাসী। ভারতীয় সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা বেজে ৫৮ মিনিট থেকে গ্রহণ শুরু হয়। যা শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণ ২০২৫চন্দ্রগ্রহণ ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 12:04 AM IST
  • বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন দেশবাসী।

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই আকাশে দেখা দেবে রক্তবর্ণ চাঁদ। বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থাকতে চলেছেন দেশবাসী। ভারতীয় সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা বেজে ৫৮ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। যা শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যে সময় চাঁদের রং হবে লাল। বিজ্ঞানীরা বলছেন, অনেক বছর পরে এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে চন্দ্রগ্রহণ। এরকম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে আবার দেখা যাবে কয়েক বছর পর। জেনে নিন কবে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 

Updates: আজ ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ঘটনা খুবই বিরল। এর আগে, ভারতে ব্যাপকভাবে দেখা যাওয়া পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ২০১৮ সালে ঘটেছিল। এখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার পরবর্তী সুযোগ আসবে ৩১ ডিসেম্বর ২০২৮।

ঝাড়খণ্ডের রাঁচিতেও দেখা যাচ্ছে গ্রহণ। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর, আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের চাল, দুধ, চিনি, ঘি, কাপড় বা টাকা দান করা উত্তম। এই দান চন্দ্রগ্রহণের মোক্ষকাল (অদৃশ্য চন্দ্রগ্রহণ) চলাকালীন করা হয়। এই চন্দ্রগ্রহণের মোক্ষকাল হবে রাত ২:২৪ মিনিটে।কেরালার তিরুবনন্তপুরম শহরেও চাঁদ লাল হয়ে গেছে। এখানে আকাশে 'রক্তাক্ত চাঁদ' স্পষ্ট দেখা যাচ্ছে।

চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল। রাত ৯টা বেজে ৫৮ মিনিট থেকে গ্রহণ শুরু হয়েছে। শেষ হবে ৮ সেপ্টেম্বর রাত ২টো ২৫ মিনিটে। তার মধ্যে ৮২ মিনিট (এক ঘণ্টা ২২ মিনিট) ধরে হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যে সময় চাঁদের রং হবে লাল। তাই একে বলা হচ্ছে ব্লাড মুন।

চন্দ্রগ্রহণের নামে মানুষের মধ্যে কৌতূহল এবং ভয় দুটোই আপনি নিশ্চয়ই দেখেছেন। কিছু মানুষ চন্দ্রগ্রহণের সময় চাঁদের দিকে তাকাতেও ভয় পান। কিন্তু বিজ্ঞানীরা নিজেরাই বিশ্বাস করেন যে চন্দ্রগ্রহণ খালি চোখে দেখা যায়। এটি দেখার জন্য কোনও প্রতিরক্ষামূলক চশমা বা ফিল্টারের প্রয়োজন নেই। তবে এই সময় কোনও উজ্জ্বল বস্তু বা আলোর দিকে তাকানো এড়িয়ে চলুন। আসলে, সূর্যগ্রহণের সময়, সৌর বিকিরণ চোখের সূক্ষ্ম টিস্যুর জন্য হুমকিস্বরূপ। কিন্তু চন্দ্রগ্রহণে এমন কোনও বিপদ নেই।

Advertisement

Live Updates: আপনি যদি চন্দ্রগ্রহণের সময় জেগে থাকেন তবে ভজন, কীর্তন এবং মন্ত্র উচ্চারণ করুন। গুরু মন্ত্র জপ করতে পারেন। আপনি ভগবান বিষ্ণুর মন্ত্র 'ওম নমো ভগবতে বাসুদেবায়' বা ভগবান শিবের মন্ত্র 'ওম নমঃ শিবায়' জপ করতে পারেন।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার কবে দেখা যাবে?
ভারত থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার সুযোগ আসবে আবার ৩ বছর পর। বিজ্ঞানীরা বলছেন, এরপরে ভারত থেকে এই রকম চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। সেই গ্রহণের জন্য এখনও কিছু বছর অপেক্ষা করতে হবে। 

কখন হয় চন্দ্রগ্রহণ?
চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

চন্দ্রগ্রহণের সময় জেনে নিন
আংশিক গ্রহণ শুরু: রাত ১১:০১ মিনিট

সর্বোচ্চ গ্রহণ: রাত ১১:৪২ মিনিট

পূর্ণগ্রাস শেষ: রাত ১২:২২ মিনিট (৮ই সেপ্টেম্বর)

আংশিক গ্রহণ শেষ: রাত ১:২৬ মিনিট (৮ই সেপ্টেম্বর)

ব্লাড মুন
মোট প্রায় ৩ ঘন্টা ২৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। এর মধ্যে পূর্ণগ্রাস স্থায়ী হবে প্রায় ৮২ মিনিট, যা একে একটি দীর্ঘকালীন চন্দ্রগ্রহণে পরিণত করেছে। এই সময় পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে যাবে এবং তামাটে-লাল আভায় উজ্জ্বল হয়ে উঠবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

কোথা থেকে দেখা যাবে
এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে। কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে।

Read more!
Advertisement
Advertisement