Advertisement

Happy Mother's Day 2023: মায়ের কোলেই স্বর্গসুখ, মাতৃ দিবসে মাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাতে শেয়ার করুন এই স্টিকার-বার্তাগুলি

মাতৃত্বের অনুভূতি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি। একজন নারী যেদিন মা হন, সেদিন শিশুর প্রথম স্পর্শে, শিশুর প্রথম কান্নায় মায়ের মুখে ফোটে হাসি। শিশুর প্রথম কান্না, প্রথম স্পর্শ, প্রথম মা বলা ডাক সবটাই তাদের কাছে বিশেষ।

মাতৃ দিবসের শুভেচ্ছামাতৃ দিবসের শুভেচ্ছা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 May 2023,
  • अपडेटेड 8:52 PM IST
  • বলা হয়, মাতৃত্বের অনুভূতি সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি
  • WhatsApp, Facebook, Instagram-এ এই শুভেচ্ছা বার্তাগুলি শেয়ার করে মাকে শুভেচ্ছা জানাতে পারেন

Mother's Day 2023 Wishes in Bangla: মাতৃত্বের অনুভূতি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অনুভূতি। একজন নারী যেদিন মা হন, সেদিন শিশুর প্রথম স্পর্শে, শিশুর প্রথম কান্নায় মায়ের মুখে ফোটে হাসি। শিশুর প্রথম কান্না, প্রথম স্পর্শ, প্রথম মা বলা ডাক সবটাই তাদের কাছে বিশেষ। সন্তানের সঙ্গে মায়ের নিবিড় নাড়ির যোগ। বলা হয়, মায়ের গুণেই শিশুর ভবিষ্যৎ তৈরি হয়। মায়েদের থেকে আচরণ, ব্যবহারের শিক্ষা গ্রহণ করে শিশুরা। মায়েরা সবসময় তাদের সন্তানদের সমস্ত বাধা-বিপত্তি থেকে ঢালের মতো রক্ষা করে। মায়েদের ঋণ কোনওদিনই পূরণ হয় না। মা ডাকের মধ্যেই আছে স্বর্গসুখ।  

এই বছর মাতৃ দিবস পালিত হবে ১৪ মে, রবিবার। যদিও প্রতিটি দিন মায়ের জন্য সমান, কিন্তু মাতৃ দিবস এমন একটি দিন, যেদিন শিশুরা তাদের মায়ের এই একটি দিন বিশেষ তৈরি করতে চায়। এই খুশি উপলক্ষে মাতৃ দিবসে (Mother's Day 2023) মা-কে শুভেচ্ছা জানান। WhatsApp, Facebook, Instagram-এ এই শুভেচ্ছা বার্তাগুলি শেয়ার করে মাকে শুভেচ্ছা জানাতে পারেন।

মাতৃ দিবসের শুভেচ্ছাবার্তা (Mother's Day Wishes)-

আরও পড়ুন

  • আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা... হ্যাপি মাদার্স ডে!
  • মায়ের আদরে যে আরাম, ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।
  • মাতৃত্ব! ভালবাসার শুরু আর শেষ এখানেই। শুভ মাতৃ দিবস সকলকে! 
  • মা তোমার স্পর্শে নিমেষে মিলিয়ে যায় দুঃখ, তোমার এক ডাকে ভুলে যাই সব যন্ত্রণা। এভাবেই পাশে থেকো। হ্যাপি মাদার্স ডে!
  • ত্রিভুবনে তোমার মত হয় না কারো মান। শুভ মাতৃ দিবস।
  • মা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন, জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ। মাতৃ দিবসের শুভেচ্ছা!
  • সবার সেরা আপন, তুমি আমার মা। হ্যাপি মাদার্স ডে!

শুধু শুভেচ্ছাবার্তাই নয়। এই মাতৃদিবসে চেষ্টা করুন মায়ের কোনও একটা দায়িত্ব নিতে, যত্ন নিতে। তবেই সার্থক হবে তাঁর পরিশ্রম।

Read more!
Advertisement
Advertisement