Advertisement

Supermoon: আজ কোজাগরী রাতে 'বিরাট চাঁদ' আকাশজুড়ে, কখন দেখা যাবে সুপারমুন?

আজ পূর্ণিমা। বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। সকাল থেকেই চলছে পুজো প্রস্তুতি। ও দিকে আবার আজ সন্ধেতে সুপারমুন-এর দেখাও মিলবে। যার ফলে পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে চাঁদ। জ্বল জ্বল করবে এই উপগ্রহ। রাতে আকাশের দিকে তাকালেই মন ভরে যাবে। হতে পারে অন্যরকম অনুভূতি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 4:16 PM IST
  • বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো
  • সকাল থেকেই চলছে পুজো প্রস্তুতি
  • ও দিকে আবার আজ সন্ধেতে সুপারমুন-এর দেখাও মিলবে

আজ পূর্ণিমা। বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজো। সকাল থেকেই চলছে পুজো প্রস্তুতি। ও দিকে আবার আজ সন্ধেতে সুপারমুন-এর দেখাও মিলবে। যার ফলে পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে চাঁদ। জ্বল জ্বল করবে এই উপগ্রহ। রাতে আকাশের দিকে তাকালেই মন ভরে যাবে। হতে পারে অন্যরকম অনুভূতি।   

সুপারমুন কী? 
সুপারমুন সম্পর্কে অনেকে জানেন। আবার অনেকে জানেন না। আসলে চাঁদের একটি নির্দিষ্ট অবস্থাকে বলা হয় সুপারমুন। নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে কিছু সময় চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করে। এই সময় চাঁদকে পৃথিবী থেকে তুলনামূলকভাবে অনেক বড় আর উজ্জ্বল দেখায়। আর চাঁদের এই বিশেষ অবস্থাকেই বলা হয় সুপারমুন। 

আসলে পৃথিবীকে গোলাকার কক্ষপথে প্রদক্ষিণ করে না চাঁদ। যার ফলে কিছু সময় চাঁদ থাকে অনেকটা দূরে। আবার কিছু সময় চাঁদ অনেকটা কাছে চলে আসে। আর পৃথিবীর কাছে চলে আসার এই অবস্থাই সুপারমুন নামে পরিচিত। এক্ষেত্রে চাঁদকে প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। শুধু তাই নয়, আকারেও বড় হয়ে যায় শশী।

কখন দেখা মিলবে? 
আজ সন্ধের পর থেকেই দেখা মিলবে সুপারমুনের। এক্ষেত্রে ভারতের প্রায় সব জায়গা থেকেই বড় চাঁদের দেখা পাওয়া যাবে। এমনকী আমাদের বাংলা থেকেও রাতের আকাশে চাইলেই দেখা মিলবে সুপারমুনের। 

বাধা হতে পারে মেঘ
আসলে বাংলার আবহাওয়ার এখন কোনও ঠিক ঠিকানা নেই। স্থানীয়ভাবে অনেক জায়গাতেই হচ্ছে বৃষ্টি। পাশাপাশি আকাশ ঢাকছে মেঘে। আর এই মেঘই সুপারমুন দেখার ক্ষেত্রে বাধা তৈরি করে ফেলতে পারে। তাই আজ ভাগ্যের উপরই রয়েছে সুপারমুন দেখা।

খুব ভালো করে দেখা মিলবে না
ভারত থেকে চাঁদের সবথেকে বড় অবস্থা দেখা যাবে না বলে জানিয়েছে বিজ্ঞানীরা। কারণ, যেই সময় চাঁদ পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে, তখনও আমাদের এখানে অস্ত যাবে না সূর্য। ফলে স্বভাবতই খুব ভালো করে ফুলমুন দেখা যাবে না। 

Advertisement

তবে সন্ধের পর দেখা মিলবে বড় চাঁদের। তখন ভালো করেই দেখা যাবে।

আর কোথায় কোথায় দেখা যাবে?
ইউরোপ থেকে শুরু করে উত্তর আমেরিকা, ব্রিটেন থেকে সবচেয়ে বড় আকারের চাঁদ দেখা যাবে। কারণ, চাঁদ পৃথিবীর কাছে আসার সময়, এই সব জায়গায় সন্ধ্যা থাকবে। যার ফলে সেই সকল দেশের অধিবাসীরা ফুলমুনের স্বাদ চোখ দিয়ে চেখে নিতে পারবেন।

 

Read more!
Advertisement
Advertisement