Advertisement

Surya Grahan 2022: ২৭ বছর পর দীপাবলির সময় সূর্যগ্রহণ, বিরল ঘটনা এরপর কবে?

Surya Grahan 2022: আগামী ২৫ অক্টোবর ঘটতে চলেছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান প্রথম সূর্যগ্রহণ, দেশের প্রায় সব রাজ্যেই দেখা যাবে এই গ্রহণ।

এই সর্যগ্রহণ দেখা যাবে দেশের প্রায় সব রাজ্যেইএই সর্যগ্রহণ দেখা যাবে দেশের প্রায় সব রাজ্যেই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Oct 2022,
  • अपडेटेड 2:41 PM IST
  • আগামী ২৫ অক্টোবর ঘটতে চলেছে সূর্যগ্রহণ
  • এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান প্রথম সূর্যগ্রহণ
  • দেশের প্রায় সব রাজ্যেই দেখা যাবে এই গ্রহণ

২৫ অক্টোবর মঙ্গলবার  সূর্যগ্রহণ ঘটতে চলেছে। এই সূর্যগ্রহণ হবে এবছর ভারতে দৃশ্যমান প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ চলবে ৪ ঘণ্টা ৩ মিনিট। ২০১৯, ২০২০ পরে, এই বড় সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। ২০১৯ এবং ২০২০ সালে যখন সূর্যগ্রহণ হয়েছিল, তখন এর ব্যাপক প্রভাব দেশ ও বিশ্বে দেখা গিয়েছিল। এবারের সূর্যগ্রহণকেও খুব চিত্তাকর্ষক বলে মনে করা হচ্ছে। এই সূর্যগ্রহণটিও গুরুত্বপূর্ণ কারণ এর সুতক দীপাবলির রাত থেকে দেখা যাচ্ছে।

সূর্যগ্রহণের সময় ২৫ অক্টোবর ২০২২ 
 আগামী ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপের বেশিরভাগ অংশ, উত্তর আফ্রিকা, গাল্ফ এবং এশিয়ার কিছুটা অংশ থেকে। ভারতীয় সময় অনুসারে আইসল্যান্ডে দুপুর ২টো বেজে ২৯ মিনিট থেকে গ্রহণ শুরু হবে। গ্রহণের কবলে পড়া সূর্যের সর্বাধিক অংশ দেখা যাবে ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় রাশিয়া থেকে। আরব সাগরে ভারতীয় সময় সন্ধে ৬টা ৩২ মিনিটে গ্রহণের কবল থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে সূর্য।উত্তর-পূর্ব ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কারণ উত্তর-পূর্ব ভারতে যেহেতু তাড়াতাড়ি সূর্যাস্ত হয়, তাই গ্রহণ ভারতে শুরু হওয়ার আগেই সেখানে সূর্য অস্ত যাবে। দেশের যে সব অংশ থেকে গ্রহণ আংশিক ভাবে দেখা যাবে, তার মধ্যে রয়েছে কলকাতা, তবে তা সূর্যাস্তের কাছাকাছি সময়ে। তবে উত্তর ও পশ্চিম ভারতে অনেকটাই স্পষ্ট ভাবে এবং বেশি সময় ধরে বছরের শেষ সূর্যগ্রহণ চাক্ষুস করা যাবে।

কলকাতায় সূর্যগ্রহণের সময়
কলকাতায় এই আংশিক সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৫২ মিনিট নাগাদ। সবথেকে বেশি দেখা যাবে ৫টা ১ মিনিটে এবং ৫টা বেজে ৩ মিনিট থেকে কমতে থাকবে চাঁদের ছায়ায় সূর্যের ঢাকা পড়া অংশ। তবে যখন সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে, তখনও ৪ শতাংশের বেশি দেখা যাবে না বলে জানিয়েছেন এম পি বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের সায়েন্টিফিক আধিকারিক শিল্পী গুপ্তা । শিলিগুড়ি থেকে ৯%, দিল্লি-মুম্বই থেকে ২৪.৫% এবং জয়সলমীর থেকে সর্বোচ্চ ৪২.৫% গ্রহণ দেখা যাবে।

Advertisement

আরও পড়ুন

ফের ২০৩২ সালে দেখা যাবে গ্রহণ
২৭ বছর আগে ২৪ অক্টোবর ১৯৯৫ সালে সূর্যগ্রহণ হয়েছিল দীপাবলির পরের দিন। আগামী ১০ বছর পর ২০৩২ সালের ২ নভেম্বর  দীপাবলির পরের দিন সূর্যগ্রহণের পরিস্থিতি তৈরি হবে।
 

Read more!
Advertisement
Advertisement