Advertisement

YouTube দেখে কাজ শিখে ১২কোটির কোম্পানি বানিয়ে ফেললেন যুবক, ভাইরাল

ক্যারিয়ারের একদম শুরুটা ছিল খুব সাধারণ। স্থানীয় ছোট ব্যবসায়ী ও দোকানদারদের জন্য খুব কম টাকায় ভিডিও বানিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করছিলেন তুয়ান। প্রথম বছর তাঁর আয় মাত্র ৮,৫০০ ডলার। লাভ নয়, দক্ষতা বাড়ানোই তখন ছিল মূল লক্ষ্য।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 6:05 PM IST

ইউটিউবই তাঁর ‘কলেজ’। আর সেই ইউটিউব থেকেই ভিডিও এডিটিং শেখে আজ বহু কোটির ব্যবসার মালিক কানাডার তরুণ উদ্যোক্তা তুয়ান লি (Tuan Le)। কোনও আনুষ্ঠানিক ডিগ্রি নেই, নেই পেশাদার ট্রেনিং। শুধুই নিষ্ঠা, পরিশ্রম আর ভিডিও এডিটিং এর প্রতি অদম্য আগ্রহ তাঁকে তৈরি করেছে ১২ কোটি টাকার সংস্থার সিইও।

ক্যারিয়ারের একদম শুরুটা ছিল খুব সাধারণ। স্থানীয় ছোট ব্যবসায়ী ও দোকানদারদের জন্য খুব কম টাকায় ভিডিও বানিয়ে নিজের পোর্টফোলিও তৈরি করছিলেন তুয়ান। প্রথম বছর তাঁর আয় মাত্র ৮,৫০০ ডলার। লাভ নয়, দক্ষতা বাড়ানোই তখন ছিল মূল লক্ষ্য।

দ্বিতীয় বছরে আয় ছিল ১৭,০০০ ডলার। কিন্তু করোনা মহামারির ধাক্কায় তৃতীয় বছরের শুরুতে কাজ কার্যত থমকে যায়। আয় নেমে আসে ১২,৩৫০ ডলারে। প্রায়ই ভাবছিলেন পড়াশোনায় ফিরে যাবেন। কিন্তু সে পথ না বেছে তুয়ান ঠিক করেন, শেষ চেষ্টা করবেন। নিজের সব সঞ্চয় কাজে লাগিয়ে দিনে দিনে হাজার হাজার ‘কোল্ড ইমেল’ পাঠাতে থাকেন সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে।

আরও পড়ুন

অদম্য চেষ্টার ফল মিলতে শুরু করে বছরশেষে। তৃতীয় বছরের আয় দাঁড়ায় ১,১০,০০০ ডলারে। চতুর্থ বছরে তিনি প্রথম কর্মী নিয়োগ করেন। ব্যবসার আয় বেড়ে দাঁড়ায় ৩,৫০,০০০ ডলার। আর পঞ্চম বছরে তাঁর ভিডিও প্রোডাকশন কোম্পানির টার্নওভার ছুঁয়ে ফেলে ১.৪ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। বর্তমানে তাঁর সংস্থায় কাজ করেন ১৫ জন।

২০১৯ সালে তুয়ান টরন্টো ফিল্ম স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই, তবে চার মাস পরই বুঝে যান, তাঁর শেখার সঠিক জায়গা শ্রেণিকক্ষ নয়, ইউটিউব। কয়েক মাস প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পর তিনি নিজের সংস্থা তৈরি করেন এবং সিইও-র দায়িত্ব নেন। তাঁর সফলতা এখন সোশ্যাল মিডিয়ার অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।​​​

 

Read more!
Advertisement
Advertisement