পুরনো বছর বিদায়। নতুন বছর ২০২৩। সবাই নতুন বছরে কবে কখন উৎসব তার খোঁজ করে। বিশেষ করে দুর্গা পুজো কত তারিখ পড়েছে এটা জানতে চায় বাঙালি। বছরের প্রথমেই সেবাই জানতে চায় বিদ্যার দেবী সরস্বতীর পুজো কবে। তারপরই খোঁজ পড়ে শিবরাত্রী, হোলি, রথযাত্রা, জন্মাষ্টুমী, দুর্গা পুজো এবং কালী পুজো। চলুন জেনে নিন সারা বছরে কত তারিখ কী উৎসব পড়েছে।