ফের বিতর্কে 5G নেটওয়ার্ক। বিমানে কমবেশি অনেকেই চড়েন। কিন্তু, ৫ জি নেটওয়ার্কের কারণে সেই বিমানে ওঠা কতখানি নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে, আমেরিকার বিমানবন্দরে ৫জি নেটওয়ার্কের কারণে এয়ার ইন্ডিয়া-সহ বিভিন্ন এয়ারলাইন্স তাদের বিমান চলাচলের সংখ্যা কমিয়ে দিয়েছে। ফলে যাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন, ৫ জি নেটওয়ার্কের সঙ্গে বিমান চলাচলের কী সম্পর্ক বা কেন ৫ জি-র কারণে বিমান চলাচল কমিয়ে দেওয়া হল? তাহলে কি কোনও বিমানবন্দরে ৫ জি চালু থাকলে বিমানে ওঠা নিরাপদ নয়?