কুচবিহারের মাথাভাঙ্গার জবা বর্মন। বয়স মাত্র 21। তারওপর 5 মাসের অন্তসত্তা। হঠাৎ শ্বাসকষ্ট শুরু। বুকে অস্বস্তিভাবে। এমনকী ঘরের মধ্যে হাঁটা চলা করতেও সমস্যা হত। ইকোকার্ডিওগ্রাফি করতেই ধরা পড়ে রোগীর মহাধমনী ও হৃদপিণ্ডের সংযোগ স্থলে একটি বড়ো ছিদ্র। SSKM এর কার্ডিওলজি বিভাগ প্রথমে ডিভাইসের মাধ্যমে সেই ফুটো বন্ধ করার চেষ্টা করে। কিন্তু মহাধমনির ছিদ্রের অবস্থান অত্যন্ত জটিল। ছিদ্র পুরোপুরি ভাবে বন্ধ করা সম্ভব হয়নি। যার ফলে রোগীর শ্বাসকষ্ট আরওই বাড়তে থাকে।