অপরাজিতা আঢ্য। বাংলা সিনেমা ও সিরিয়ালের প্রথম শ্রেণির অভিনেত্রী। ২৮ বছর ধরে টলিউডে দাপিয়ে কাজ করছেন। অথচ তাঁর অভিনেত্রী হয়ে ওঠার পথ মোটেও সহজ ছিল না। ছোটো থেকে কার্যত সংগ্রাম করে বড় হয়েছেন। তবে সেই সব দিনের কথা হাসিমুখেই বলেন। জীবনে পাওয়া বা না পাওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই। 'ব্যক্তিগত' তে আজ অপরাজিত আঢ্যর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব আগামী শুক্রবার। এখানে দেখুন আগের এপিসোড