মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার নর্থ। সর্বভারতীয় পরীক্ষা UPSC দিয়ে IPS হওয়া এই মহিলার লড়াইটা কিন্তু মোটেও সহজ ছিল না। আসুন আপনাদের শোনাই কী করে IPS হলেন তামিলনাডুর প্রত্যন্ত গ্রামের বধূ অম্বিকা নায়ার। অভাবী সংসারের মেয়ে অম্বিকার মাত্র 14 বছর বয়সেই বিয়ে হয়ে যায়। স্বামী ছিলেন তামিলনাড়ু পুলিশের একজন স্বল্প বেতনের কনস্টেবল। স্বামীর সঙ্গে ঘর করতে শুরু করার পর মাত্র 18 বছর বয়সেই অম্বিকা দুই কন্যা সন্তানের জননী হন। কিন্তু আর পাঁচটা সাধারণ বধূর মতো বিয়ে হয়ে যাওয়ার পর সংসার সামলানোতেই একমাত্র ব্রতী হয়ে উঠতে চাননি অম্বিকা। স্বামীর কাছে প্রায়ই শুনতেন পুলিশে চাকরির কথা। একদিন খুব সকাল সকাল স্নান, খাওয়া সেরে বেরিয়ে যান অম্বিকার স্বামী।