'ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) সম্পর্ক বহু বছরের, বহুস্তরীয় এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা এক দৃঢ় বন্ধন'—দুবাইয়ে আয়োজিত প্রথম ‘India Today Indo-UAE Conclave’-এ এভাবেই দুই দেশের সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করলেন ইন্ডিয়া টুডে গ্রুপের চেয়ারম্যান ও এডিটর ইন চিফ অরুণ পুরী।