চিরঞ্জিত। বাংলা সিনেমার সুপারস্টার। তবে তিনি কোনওদিন অভিনেতা হতে চাননি। চেয়েছিলেন পরিচালক হতে। তাঁর ছবির নায়ক করতে চেয়েছিলেন মিঠুনকে। তাঁর স্ক্রিপ্ট পছন্দ হয়েছিল খোদ অমিতাভ বচ্চনেরও। 'ব্যক্তিগত'-তে আজকের অতিথি চিরঞ্জিত।