সিবিআই আধিকারিক থাকাকালীন তিনি নিজেও তাবড় তাবড় লোকেদের জেরা করেছেন। কীভাবে অভিযুক্তদের জেরা করেন সিবিআই আধিকারিকরা? তাঁরা কি মারধর করেন? সাধারণত কী কী প্রশ্ন করা হয়? 'ব্যক্তিগত'-এর এই পর্বে জানালেন উপেন বিশ্বাস।