গার্গী রায়চৌধুরী। এই সময়ের অন্যতম পরিচিত অভিনেত্রী। \'ব্যক্তিগত\'-তে গার্গী জানালেন তাঁর বর্তমান নিয়ে ভাবনার কথা। তিনি বলেন, এত খারাপ সময়ের মধ্যেও অনেক ভাবো সময় থাকে। সেগুলো দিয়ে ভালো ভবিষ্যৎ গড়া সম্ভব।