কোভিডের চোখ রাঙানিতে প্রায় দু'বছর পর্যটনে টান পড়েছিল। বর্তমানে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই গরমের হাঁসফাঁসানি থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে,পর্যটকরা পাড়ি দিচ্ছেন পাহাড়ে। উত্তর সিকিমের গুরুদংমার লেক পাহাড়প্রেমীদের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র। সিকিম সরকারের মতে এটি ভারত তো বটেই, এমনকি বিশ্বের সর্বোচ্চ হ্রদগুলির মধ্যে একটি, যার উচ্চতা প্রায় ১৭,৮০০ ফুট। ফলস্বরূপ অক্সিজেনের কিছুটা ঘাটতি থেকেই যায়। কী কী সাবধানতা অবলম্বন করবেন সেখানে যাওয়ার জন্য? বরফে ঢাকা পাহাড় এবং সেই হ্রদের ঝলক সকলের সামনে তুলে ধরল আজতক বাংলা।