পৃথিবীটা নাকি ছোটো হতে হতে গানটি আজও বিখ্যাত হয়ে আছে। এই গান আজও মানুষের মুখে মুখে ফেরে। সেই গান কোন পরিস্থিতিতে লেখা হয়, তারও একটা ইতিহাস রয়েছে। \'ব্যক্তিগত\'-তে সেই অভিজ্ঞতা শোনালেন সুরজিৎ চট্টোপাধ্যায়।