India Today Conclave 2025-র শুরু হয়ে গেল ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান ও প্রধান সম্পাদক অরুণ পুরীর স্বাগত ভাষণের মাধ্যমে। ২২তম ইন্ডিয়া টুডে কনক্লেভের সূচনায় অরুণ পুরী তীব্র সমালোচনা করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর কথায়, 'তিনি এমন একজন সিইও-এর মতো আচরণ করছেন যিনি একটি বহুজাতিক কোম্পানি অধিগ্রহণ করতে চান।' একই সঙ্গে বললেন, তথ্যের স্বাধীন প্রবাহই গণতন্ত্রে অক্সিজেন। এদিন অরুণ পুরী বললেন, 'আমরা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। যেমনটা কাউ বয় সিনেমাগুলিতে বলা হয়: 'এখন শহরে নতুন শেরিফ এসেছে'। সেটি হল ডোনাল্ড জে. ট্রাম্প। এবং এটি কোন ছোট শহর নয়। এটি হল মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং একমাত্র সুপারপাওয়ার। এবং তিনি বন্ধু-বিরোধী সবাইকেই বন্দুকের মুখে দাঁড় করিয়ে আরও ভাল একটি চুক্তি করতে চাইছেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যে বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল, সেটি ভেঙে দেওয়ার মনোভাব নিয়ে আছেন। তিনি বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। তিনি দাবি করছেন, আমেরিকাকে তার বন্ধুরাও ঠকিয়েছে। তাঁর চরিত্র অনুযায়ী, তিনি দুটি বিপরীত ভূমিকায় অভিনয় করছেন। তিনি আমেরিকাকে WHO এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করেছেন, এবং আমি নিশ্চিত যে আরও কিছু চুক্তি বাতিল করবেন। যদি তিনি আমেরিকার জন্য কোন আর্থিক লাভ না দেখেন, তবে তিনি সেখান থেকে বের হয়ে যাবেন।'