প্রয়াগে বাংলা থেকেও বহু পুণ্যার্থী গিয়েছেন। ইন্ডিয়া টুডে কনক্লেভে দাবি করলেন যোগী আদিত্যনাথ। বলেন,'পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন ৫০ হাজার থেকে ১ লক্ষ পুণ্যার্থী এসেছেন প্রয়াগে। আমি অতিশয়োক্তি করছি না। টোলপ্লাজা ও নজরদারি ক্যামেরার তথ্য থেকে এ কথা বলছি'।