কুম্ভে প্রচণ্ড ভিড়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে আক্রমণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করেছিলেন, মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। সেই কটাক্ষের জবাব ইন্ডিয়া টুডে কনক্লেভের মঞ্চে দিলেন যোগী আদিত্যনাথ। তাঁর জবাব, 'এটা মৃত্যুকুম্ভ নয়, মৃত্যুঞ্জয় মহাকুম্ভ'।