India Today Conclave 2021-এর ১৯তম সংস্করণ আজ অর্থাত্ শুক্রবার শুরু হল। এবারের থিম #ABETTERNORMAL। রাজনীতি, সিনেমা, খেলা, বিনোদন সহ সব মহলের তাবড় ব্যক্তিত্বরা একমঞ্চে। করোনা মহামারী পরবর্তী সময়ে বিশ্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার নয়া দিশা খোঁজার চেষ্টাই এবারের কনক্লেভের মূল উদ্দেশ্য। ইন্ডিয়া টুডে গোষ্ঠীর চেয়ারম্যান অরুণ পুরী এবারের কনক্লেভের সূচনা করলেন। সূচনা বক্তৃতায় অরুণ পুরী জানালেন, জলবায়ু পরিবর্তন বিষয়য়ে আগামী দশক নির্ণায়ক।