আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু কেন প্রতিবছর ২১ ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়? বাংলাদেশে আবার এই দিনটি জাতীয় দিবস অর্থাৎ সরকারি ছুটির দিন। কেবল বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গও এই দিনটি ভাষা শহিদ দিবস হিসাবেই পালিত হয়ে আসছে। কিন্তু কেন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতির ভাষা দিবসের মর্যাদা দেওয়া হয়েছে?