প্লেগের জন্য কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছিল। পরে সেখানে ১ লক্ষ ৬০ হাজার রোগীকে একসঙ্গে পুড়িয়ে মারা হয়েছিল সংক্রমণ ঠেকাতে। পরে আরও মৃতদেহ ফেলা হয়। ইতালির ওই দ্বীপে আজও নাকি সেই সব লোক রাত হলেই জেগে ওঠে। ভয়ঙ্করতম দ্বীপে যাওয়ার উপর ব্য়ান ঘোষণা করেছে ইতালি সরকার।