কান্তি গঙ্গোপাধ্যায়। সিপিআইএম-এর এই বর্ষীয়ান নেতার ছেলেবেলায় ছিল না স্বাচ্ছ্বন্দ্য। ছেলেবেলা কেটেছে বস্তিতে। জীবন ধারনের জন্য একসময় হকারিও করেছেন ট্রেনে।