বলুন তো একজন মানুষ তাঁর জীবদ্দাশায় তাঁর কটি ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করতে পারেন? এনিয়ে মতান্তর থাকতেই পারে। কিন্তু নিশ্চয়ই ভাবছেন হঠাৎ করে কেন এই কথা বলছি। তাহলে শুনুন, আমরা এমন একজনের সম্পর্কে আপনাদের বলব যাঁর জীবনে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী শুনলে আপনি শুধু অবাকই হবেন না। এক মুহূর্ত হলেও ভআবতে বাধ্য হবেন এমনটাও সম্ভব নাকি? তাহলে এর আপনাদের অপেক্ষা করাব না। আমরা এজ যাঁর কথা বলছি তিনি একাধারে মডেল, একজন বিজ্ঞানী আবার ভারতীয় সেনার একজন সফল অফিসার। আমরা বলছি কশিশ মেথওয়ানির কথা। পুণের বাসিন্দা কশিশ মেথওয়ানি সেনার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশনে সর্বভারতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।