বিয়ে মানেই আমরা জেনে এসেছি একজন বর ও একজন কনে থাকে। বিগত কিছু বছর ধরে অবশ্য সমকামী বিয়ের প্রচলন হয়েছে। তবে তাতেও দুজন লাগে। তা বলে নিজেই নিজেকে বিয়ে? এমন কথা শুনেছেন কখনও? গুজরাতের বরদার বাসিন্দা ক্ষমা বিন্দু নিজেকেই বিয়ে করতে চলেছেন ১১ জুন।