করোনার কারণে লকডাউনের জেরে প্রায় দুবছর ধরে বন্ধ ব্যাবসা বাণিজ্য। সমস্যায় পড়েছেন বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের লন্ঠন তৈরির কারিগর থেকে শুরু করে ব্যবসায়ীরা। মহাজনদের কাছ থেকে লন্ঠন তৈরির সামগ্রি কিনে নিয়ে এসে পাঁচ থেকে ছয় ঘন্টার পিরশ্রমে তৈরি হয় বিভিন্ন মাপের এক একটি লন্ঠন। কিন্তু অনেক সময় মেলেনা ন্যায্য দামটুকুও। একটা সময় এই শিল্পীরা গ্রাম থেকে শুরু করে শহর বা মফস্বলের প্রতিটা ঘরে ঘরে আলো জ্বালতো। সুপারসোনিকযুগে অধুনিকতার সাথে বদল এসেছে মানুষের ব্যবহার্য পণ্য-সামগ্রীতেও, ফলে কদর কমেছে এই শিল্পের।