বীরেন্দ্রকৃ্ষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ মহালয়াকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, এই দিনটি এলেই বাঙালির মন নেচে ওঠে। উত্সব শুরু হয়ে গেল। কিন্তু ব্রহ্মা অগ্নিপুরাণে জানাচ্ছেন, মহালয়ার দিন পিতৃপুরুষরা নীচে নেমে আসেন। তাঁদের তর্পণ করো। তিল, জল ইত্যাদি দাও। 'মহালয়া'র তাত্পর্য ও গুরুত্ব ব্যাখ্যা করলেন বিশিষ্ট শিক্ষাবিদ, পুরাণবিদ ও ইতিহাসবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।