মনোরঞ্জন ব্যাপারী। নামকরা লেখক, রাজনেতাও। তবে তাঁর শৈশব কেটেছে কষ্টে। দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। লেখকের দাবি, ছোটোবেলায় তাঁকে অত্যাচারের শিকার হতে হয়েছে। অকারণে। পেট চালানোর জন্য চায়ের দোকানে কাজ করেছেন। জেলযাত্রাও হয়েছে নানা কারণে। তবে নিজের বেঁচে থাকার ঠিক-ঠিকানা না থাকলেও গরিব-মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছেন।