মুর্শিদাবাদ হিংসায় মৃত্যু হয়েছে ইজাজ আহমেদের। বাড়ি সুতিতে। তাঁর ভাই জানালেন, শুক্রবার ওয়াকফ-বিক্ষোভে যাননি ইজাজ। মামাবাড়ি থেকে ফিরছিলেন। পথেই গুলিবিদ্ধ। পরে বহরমপুর হাসপাতালে মৃত্যু।