বাংলার মাটি, বাংলার জল' গানে সূচনা হল ২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের। অন্ধ্রপ্রদেশের বাপাটলায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, সমুদ্রে প্রবল জলচ্ছ্বাস। জয়পুরে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার জাতীয় সভাপতি সুখদেব সিং গোগামেডিকে গুলি, CCTV তে নৃশংস ভিডিও । প্রয়াগরাজের স্মিতা শ্রীবাস্তব সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন। এরকম নানা খবর নিয়ে দেখুন NEWS FLASH।