মৈত্রেয়ী দেবীর আমন্ত্রণে ১৯৩৮ সালের ২১ মে কবি প্রথমবার কালিম্পং থেকে মংপু-র সুরেল বাংলোতে আসেন। প্রথম দর্শনেই ভাল লেগে যায়। তারপর থেকে মোট চারবার এখানে সময় কাটিয়ে যান। শেষবার অসুস্থ হন কালিম্পংয়ে। তাঁর মংপুতে আসার কথা থাকলেও তাঁকে কলকাতা ফিরে যেতে হয়। আর আসা হয়নি। তবে তাঁর স্মৃতি, পোশাক, খাট সব রাখা আছে সযত্নে। কিছু জিনিস চুরি হয়ে গেলেও বাকি জিনিসগুলি যথাযোগ্য মর্যাদায় রাখা রয়েছে ওই ভবনেই। তখনকার সুরেল বাংলো এখন হয়েছে রবীন্দ্র ভবন। প্রতি বছর নিয়ম করে তাঁর জন্ম ও মৃত্যু দিন পালন করা হয় সরকারি তরফে। তাছাড়া সাধারণ মানুষের কাছে তো এটা তীর্থক্ষেত্র।