আসছে কালীপুজো। আর কালীপুজো মানেই শ্যামসঙ্গীত। এক্ষেত্রে যে মানুষটির কথা সবার আগে মনে আসে তিনি হলেন সাধক রামপ্রসাদ সেন। তাঁর শ্যামাসঙ্গীত তথা রামপ্রসাদী গানের মধ্যে দিয়ে যুগে যুগে কালী আরাধনায় মেতে ওঠেন বঙ্গবাসী। জেনে নিন সেই সাধক রামপ্রসাদ সেনের কিছু অজানা কাহিনি।