শনিবার 'সাহিত্য আজতক ২০২৪'-এর মঞ্চ আলোকিত করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। লেখক ও গীতিকার গুলজারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেন রাষ্ট্রপতি। এই সময় মহামান্যের ভাষণ দেখুন। ৮টি বিভাগে সেরাদের 'আজতক সাহিত্য জাগৃতি সম্মান ২০২৪' দেওয়া হয়। আজতকের প্রশংসা করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন, 'সাহিত্যক্ষেত্রের লুকোনো রত্ন খুঁজে বের করুন। প্রান্তিক মানুষের ভাষায় লেখনীকে সামনে আনুন। শিশু সাহিত্যকে উৎসাহিত করা উচিত'।