'সাহিত্য আজতক ২০২৪'-এর মঞ্চে অভিনেত্রী এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ প্রাজকতা কোলি। অভিনেত্রী না কন্টেন্ট ক্রিয়েটর, কোন পরিচয়ে নিজেকে দেখতে বেশি পছন্দ করেন? প্রাজকতা জানালেন,'কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নিজেকে পরিচয় করাতেই আমার ভালো লাগে। আগামী বছর ফেব্রুয়ারিতে ১০ বছর পূর্ণ হবে'। ইউটিউবার থেকে এত দূরে আসা মোটেও সহজ ছিল না প্রাজকতার। তিনি মনে করিয়ে দেন,'৬০০-৭০০ ভিডিওর মধ্যে মাত্র ১০টাই ভাইরাল হয়েছে'।