শুরু হয়ে গেল সাহিত্য আজতক ২০২৫। সাহিত্য, কবিতা, সঙ্গীত, শিল্প চর্চার সবচেয়ে বড় মঞ্চ। Sahitya Aaj Tak শুরু থেকেই ব্যাপক জনপ্রিয়। এবারও আপামর সাহিত্য অনুরাগীর ভিড় দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে। এখানেই বসেছে সাহিত্য আজতক-এর আসর। আজ অর্থাত্ শুক্রবার সাহিত্য আজতক এর শুভ সূচনা করলেন ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ভাইস চেয়ারপার্সন কলি পুরী। প্রথমেই তিনি জানালেন, ব্রেকিং নিউজ মোড থেকে বেরিয়ে বিদায়ী ২০২৫ সালের দিকে একবার ফিরে তাকানোর পালা এবার। তাঁর কথায়, '২০২৫ সালটি কভি খুশি, কভি গম'। কলি পুরী বললেন, 'নমস্কার! সাহিত্য আজতক এর অষ্টম (৮তম) সংস্করণে আপনাকে স্বাগত জানাতে পেরে আমি সত্যিই খুব খুশি। এই বছরের থিম প্রস্তুত করতে গিয়ে, আমরা আমাদের ব্রেকিং নিউজের ব্যস্ততা থেকে একটু বেরিয়ে এসে, গত বছরের দিকে একবার ফিরে তাকিয়েছি। কী বছরটাই না ছিল!যেখানে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় দুশোরও বেশি যাত্রীর মৃত্যু হল, সেখানে একই বিমানে থাকা এক যাত্রী আগুনের মধ্যে দিয়েও বেঁচে ফেরেন। আর ঠিক সেই সময়েই, ১৯ জন ছাত্র, যাঁরা প্লেনে ছিলেনও না, হস্টেলে রুটিন নাস্তা করতে করতেই জীবন হারালেন। এক মুহূর্তে পহেলগাঁওয়ে স্বর্গে সন্ত্রাস আমাদের সবাইকে ভেঙে দিল। কয়েক দিন আগেই দিল্লির ‘১০/১১’ বিস্ফোরণের ঘটনায়, শুধু একটি রেড লাইটে থেমে থাকার জন্য কিছু নিরীহ মানুষকে প্রাণ দিতে হল।'