শহরের মধ্যে আর এক শহর সোনাগাছি। এশিয়ার বৃহত্তম যৌনপল্লি। কলকাতার রেডলাইট এলাকা। নাম-ধামহীন যৌনকর্মীদের বাস। মানুষের আদিরস, আদিমতম চাহিদা পূরণ করে চলেছে দশকের পর দশক ধরে। সেই সোনাগাছিকে আপাতত গ্রাস করেছে SIR নামক একটি আতঙ্ক। কীভাবে দেবেন পিতৃ পরিচয়ের প্রমাণপত্র? আত্মীয় কে? ঠিকানাই বা কী? নাগরিকত্ব চলে যাবে না তো? বাংলাদেশি বলে দিলে.