ক্লাস ফোরে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল শুভাশিস মুখোপাধ্যায়ের। তারপর থিয়েটারে নাম লেখান। আস্তে আস্তে প্রফেশনাল থিয়েটারের দিকে ঝোঁকেন। থিয়েটার করতে করতেই বাংলা সিনেমায় কাজ পান শুভাশিস মুখোপাধ্যায়। অভিনেতা হওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। সান্নিধ্যে এসেছেন অনেক বড় বড় পরিচালক-অভিনেতাদের। কীভাবে একজন প্রকৃত অভিনেতা হয়ে উঠলেন তিনি ? 'ব্যক্তিগত'-তে জানালেন শুভাশিস মুখোপাধ্যায়।