সুরজিৎ চট্টোপাধ্যায়। 'ভূমি' ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। কিন্তু এখন নিজের নামে ব্যান্ড খুলেছেন। 'ভূমি' ছেড়েছেন আগেই। সুরজিৎ জানালেন, তিনি আর 'ভূমি'-তে ফিরবেন না। সেই ব্যান্ড তাঁকে অনেক কিছু দিয়েছে। তবে তিনি আর ফিরতে চান না। কারণও জানালেন গায়ক নিজেই।