\'মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। যখন তিনি অটল বিহারী বাজপেয়ীর সরকারে ছিলেন তখনও তাঁকে আমি বা বিজেপির কেন্দ্রীয় নেতারা বিশ্বাস করতেন না। সবাই জানতেন, মমতা যখন তখন পাল্টি খাবেন।\' \'ব্যক্তিগত\'-তে বললেন তথাগত রায়।